নাগেশ্বরীতে ফেনসিডিলসহ আটক ২


নাগেশ্বরীতে ফেনসিডিলসহ আটক ২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামখানা ইউনিয়নে আস্কর নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- এনামুল হক (৩৬) ও মো. আব্দুস সালাম (৩৫)। তারা ওই এলাকায় বাসিন্দা এবং তারা পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

নাগেশ্বরী থানার ওসি মিজানুর রহমান জানান‚ গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×