ভারত থেকে সাড়ে ২৪ হাজার টন চাল নিয়ে চট্টগ্রামে পৌঁছাল জাহাজ
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

ভারতের বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি টানিস ড্রিম’ নামের জাহাজটি বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছেছে। ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় চার লাখ ৯৩ হাজার ৮০০ বস্তায় ২৪ হাজার ৬৯০ টন চট্টগ্রামে আসল।
এর আগে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে চাল নিয়ে টানিস ড্রিম জাহাজের বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা জানিয়েছিল।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাল কেনার জন্য গত মাসে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করে খাদ্য অধিদপ্তর। সেখানে অংশ নিয়ে ভারতীয় একটি কোম্পানি ৫০ হাজার টন চাল সরবরাহের কাজ পায়।’
খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা সংবাদ মাধ্যমকে বলেন, ‘চাল নিয়ে ভারতের কাকিনাড়া বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের আউটারে পৌঁছেছে। কাল বৃহস্পতিবার সকাল নাগাদ এটি বন্দরের নয় নম্বর জেটিতে ভিড়বে।’
ওই দিন থেকে চাল খালাস শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত থেকে আমদানির চালের দ্বিতীয় চালানটি জানুয়ারির প্রথম সপ্তাহে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।’
আমদানি করা চাল দ্রুত খালাসের উদ্যোগ নেয়া হয়েছে বলে চট্টগ্রাম বন্দর থেকে জানা গেছে।
গেল ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তবর্তী সরকারের আমলে প্রথম বারের মত ভারত থেকে চালের এই চালানটি এসেছে।