আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হবে পতেঙ্গা সী-বিচ
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০২:০৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

সিটির পতেঙ্গা সী-বিচকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পতেঙ্গা সী-বিচে ট্যুরিস্টদের বিনোদন সুবিধা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন মেয়র। বীচের দশটি স্পটে বর্জ্যের বিন স্থাপন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়া, নারী ট্যুরিস্টদের জন্য টয়লেট নির্মাণ ও বীচ আলোকায়নের ঘোষণা দেন মেয়র।
শাহাদাত হোসেন বলেন, ‘পতেঙ্গা সী-বিচকে আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পটে রূপান্তর করতে কাজ করছি৷ বীচকে পরিস্কার রাখতে আমরা দশটি স্পটে বর্জ্যের বিন স্থাপন করেছি। ধারাবাহিকভাবে পুরো বীচ এলাকাকে পরিচ্ছন্ন রাখতে বিন স্থাপন করা হবে। এছাড়া, নারী ট্যুরিস্টদের সুবিধার কথা চিন্তা করে তাদের জন্য পৃথক টয়লেট নির্মাণ করা হবে। ট্যুরিস্টদের নিরাপত্তা বৃদ্ধিতে বীচ আলোকায়ন করবে চসিক।’
এরপর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বিএনআরআরবির সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেয়র।
বিমানবন্দর সড়কের পাশে ১৫ নম্বর গুপ্তখালের অদূরে বিআরআরবির পাশে এ ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।
দেড় কোটি টাকা ব্যয়ে স্টিলের ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য হবে ২০-২১ মিটার। ফুটওভার ব্রিজটিতে ওঠানামার জন্য চারটি সিঁড়ি থাকবে।
এ সময় শাহাদাত বলেন, ‘এ সড়কে ট্রাক-লরিসহ বিভিন্ন ভারী গাড়ি ও দ্রুত যানবাহনগুলো চলাচল করে। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়তে এ ফুটওভার ব্রীজ নির্মাণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার শাহ আলম, প্রকল্প পরিচালক প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নুরুল আবছার, ডক ইয়ার্ড ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান সেলিম, ম্যালেরিয়া ও মশা নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, প্রকৌশলী মোহাম্মদ আলী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মেয়রের একান্ত সহকারি মারুফুল ইসলাম, মোহাম্মদ আবু তৈয়বসহ বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিচ্ছন্ন কার্যক্রমে সহযোগিতা করে ‘ক্লিন বাংলাদেশ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।