আইনজীবী সাইফুল হত্যায় আরও এক মামলায় গ্রেফতার দশ


আইনজীবী সাইফুল হত্যায় আরও এক মামলায় গ্রেফতার দশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের প্রধান আসামি চন্দন দাসসহ দশজনকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল নয়টার দিকে অবকাশকালীন চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

বাকি আসামিরা হলেন আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য্য, দুর্লভ দাস, সুমিত দাস, সনু দাস।
 
বুধবার সকালে আদালতের প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনসহ দশ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
 
এ নিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া  বলেন, ‘গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতের প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই ঘটনায় খুনের শিকার আলিফের ভাই খানে আলম বাদী হয়ে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। সেই মামলায় আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাসসহ দশজনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।’
  
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন দাসসহ আরও দশজনকে কোতোয়ালি থানার আরো একটি মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। আদালতের ইতিহাসে নজিরবিহীন এই হত্যার ঘটনায় এরা দশজনই প্রত্যক্ষভাবে জড়িত।’ 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×