চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক


চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবুকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) গভীর রাতে নাচোল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় আব্দুর রশিদ খান ঝালু এবং মশিউর রহমান বাবুকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর দুইজন পলাতক ছিলেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×