টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু


টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। লাইন ধরে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান। পরিচয় শনাক্ত করা না গেলেও তারা বাবা-ছেলে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স ৩০ ও অপরজনের ১০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা সম্পর্কে বাবা-ছেলে হতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান দুইজন। স্থানীয়রা তাদের রেললাইন দিয়ে হাঁটতে দেখেছেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×