সাভারে বাসের সাথে সংঘর্ষে প্রাইভেটকারের তিন যাত্রীর মৃত্যু


সাভারে বাসের সাথে সংঘর্ষে প্রাইভেটকারের তিন যাত্রীর মৃত্যু

ঢাকা জেলার সাভার উপজেলার বলিয়ারপুর এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকার উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বের হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটি উল্টে গেলে কারে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে নাজিম উদ্দিন, মজিবুর রহমান ও ইব্রাহিম নামের তিনজনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। তারা তিনজনই বলিয়ারপুরের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

আহত অবস্থায় একজনকে কল্যাণপুর ইবনে সিনা ও অন্যজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘গাড়ি দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×