শ্রীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো পোশাক শ্রমিকের


শ্রীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো পোশাক শ্রমিকের
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসের ধাক্কায় ফার্সিং নিট কম্পোজিট লিমিটেড কারখানার সহকারী অপারেটর শামীমা আক্তার (২৫) নিহত হয়েছে।

উপজেলার মাওনা এলাকায় শনিবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক্স লিমিটেড কারখানার বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।

শামীমা বাড়ি নেত্রকোণা জেলায়। তার বাবার নাম মো. সোনা মিয়া।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, কারখানা ছুটির পর হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় সৌখিন নামে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

'মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে,' বলেন আইয়ুব। তিনি আরও জানিয়েছেন, শামীমার স্বজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×