মিয়ানমারের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ বাংলাদেশে


মিয়ানমারের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ বাংলাদেশে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের উপজাতি ও বড়ুয়া সম্প্রদায়ের ৬৫ নাগরিক অনুপ্রবেশ করেছে।

সোমবার (১৮ নভেম্বর) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে মোট ৬৫ জন নাগরিক অনুপ্রবেশ করেছেন। এর মধ্যে উপজাতি রয়েছে ৪৫ জন ও বড়ুয়া সম্প্রদায়ের ২০ জন রয়েছেন। ব্যাপরটি বান্দরবান জেলার প্রশাসককেও অবহিত করা হয়েছে। এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে পরে, জানানো হবে।’

পালিয়ে অনুপ্রবেশ করা মিয়ানমারের নাগরিকরা বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছে তারা। তারা সেখানে কৃষি ও জুম চাষ করে জীবনধারণ করতেন।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, জড়ো হয়ে থাকা মিয়ানমারের নাগরিকদের বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তা দিচ্ছে। এদের বিষয়ে উপজেলা প্রশাসন ও বিজিবির আলোচনা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×