সিরাজগঞ্জে ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু

  • প্রকাশঃ ০৮:৩৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু
নিহত দুইজন

সিরাজগঞ্জে জেলার শাহজাদপুর উপজেলায় ড্রামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে শাহজাদপুরের গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল সেখের ছেলে অটোরিকশা চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) ও যাত্রী জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম জানান, শনিবার (১৬ নভেম্বর) বিকালে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে শাহজাদপুর থেকে হাটিকুমরুল গোলচত্বরে দিকে যাচ্ছিলেন। সিএনজিটি শাহজাদপুরের গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ও এক যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশা জব্দ করে। তবে, ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×