যমুনা সেতুকে ‘শহিদ আবু সাঈদ সেতু’ নামকরণের দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান


যমুনা সেতুকে ‘শহিদ আবু সাঈদ সেতু’ নামকরণের দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, “আমি মনে করি, রংপুরবাসীর জন্যে সবচেয়ে বেশি গৌরবের নাম আবু সাঈদ। এই সরকারের কাছে আমি আগেও দাবি করেছি, আজকে আবার নতুন করে দাবি করতে চাই অতিসত্বর যমুনা সেতুর নামকরণ পরিবর্তন করে এটাকে শহিদ আবু সাঈদ সেতু নামকরণ করা হোক।”

শনিবার (১৬ নভেম্বর) রংপুরে আবু সাঈদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেছেন। 

মাহমুদুর রহমান বলেন, “শহিদ আবু সাঈদের নামে সেতুটির নামকরণ করা হলে আমি মনে করি উত্তরবঙ্গের মানুষের দুঃখ-বেদনা কিছুটা হলেও লাঘব হবে। কারণ যে মুহূর্তে আপনি এই সেতু পার হবেন তখনি আপনার মনে পড়বে শহিদ আবু সাঈদের সেই মহান শাহাদাতের কাহিনি।”

তিনি বলেন, “কোন যোগ্যতার ভিত্তিতে কে উপদেষ্টা হচ্ছেন এটা অধ্যাপক ইউনূস সাহেব  ও ওনার যারা বুদ্ধিদাতারা আছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন নেই, এটা খুব দুর্ভাগ্যজনক।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×