জমি দখল ও সুদ ব্যবসার প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানীর অভিযোগ


জমি দখল ও সুদ ব্যবসার প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পূর্ব আধকানী গ্রামের মালদ্বীপ প্রবাসী আব্দুল করিম লেবু মিয়ার স্ত্রী শেফালীর বিরুদ্ধে জমি দখল ও অবৈধ সুদের ব্যবসার প্রতিবাদ করায় নিরীহ খলিলের বসতবাড়ীতে সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি প্রর্দশনের জন্য রাতের আঁধারে হামলা ও মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। হামলা ও মামলায় ভয়ে খলিল মানবেতর জীবন যাপন করছেন।
 
অভিযোগ সুত্রে জানা যায়,আদমপুর ইউনিয়নের পূর্ব আদকানী গ্রামের মালদ্বীপ প্রবাসী আব্দুল করিমের স্ত্রী শেফালী বেগম(৩২) গ্রামে স্থানীয় কতিপয় মানুষের মাধ্যমে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে ছড়া সুদের মাধ্যমে অর্থ লগ্নী করে সুদের ব্যবসা করে আসছে। পাশাপাশি অবৈধ অর্থের মাধ্যমে সন্ত্রাসীদের দিয়ে নিরীহ মানুষের জমি দখল করে আসছে। অবৈধ সুদের ব্যবসা ও জমি দখলের প্রতিবাদ জানায় গ্রামের মো.খলিল মিয়া।
 
খলিল প্রতিবাদ করার কারণে শেফালী গংরা
সরকারী খাস দখলীয় (জালালপুর মৌজার জে.এল.নং-৯২ ,দাগ নং-৪৮৩৩) খলিলের ফুফু জয়তুন বেগম তার অংশে প্রাপ্ত সাড়ে ১২ শতক ভূমি মারা যাওয়ার আগে পূর্ব আধকানী বায়তুন আমান জামে মসজিদে দান করেন। দানে প্রাপ্ত জমি মসজিদ কমিটি বিক্রি করলে শাহাবুদ্দিন ক্রয় করেন। শাহাবুদ্দিন আবারো জমি বিক্রি করেন লেবু মিয়ার নিকট। অতি সম্প্রতি সালীস বিচারের মাধ্যমে শাহাবুদ্দিনের কাছ থেকে লেবু মিয়ার ক্রয়কৃত জমি থেকে সাড়ে ৭ শতক জমি ক্রয় করে খলিল মিয়া। জমির ক্রয়কৃত মূল্য পূর্ব আধকানী বায়তুন আমান জামে মসজিদের মতল্লী সৈয়দ মিয়ার মাধ্যমে প্রদান করলেও এখন জমির কাগজ না দিয়ে উল্টো তারই ফুফু আয়াতন বেগমের (লেবুর জমির পাশের্^র জমি) দখলের পায়তারা করছেন। এই সুদের ব্যবসা জমি দখলের প্রতিবাদ করায় শেফালী বেগম,রনি,জহুর আলী জইমত ও সোনবান গংরা সম্প্রতি সেনা ক্যাম্পে ও থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে।
 
পুলিশের ভয়ে রাতের বেলা বসতবাড়ীতে থাকতে পারছেনা। এই সুযোগে শেফালীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে পুরুষ শুন্য বাড়ীতে ভয়ভীতি প্রর্দশনের জন্য হামলা চালায়। শেফালী গংদের কারনে খলিল ও তার পরিবার মানবেতর জীবন যাপন করছেন। খলিল সুষ্টু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবী জানান।

অভিযোগ বিষয়ে অভিযুক্ত আব্দুল করিমের স্ত্রী শেফালীর বক্তব্য নেয়ার জন্য তার বাড়ীতে গেলে তিনি গ্রামের পঞ্চায়েতদের না নিয়ে গেলে কোন জবাব দিবেন না বলে জানান।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×