
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পৌঁছায় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুনের তথ্য নিশ্চিত করে বলেন, “বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় একটি টিনের ঘরে আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।”
তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের সঙ্গে সঙ্গে আগুন নেভাতে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করছে।