
রাজধানীর কদমতলী এলাকায় ‘আইনশৃঙ্খলা বাহিনী’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার তিন দিন পর মো. ওয়াসিম আহমেদ মুকছানের (৪০) খোঁজ মিলেছে। পুলিশ জানিয়েছে, তাকে কোনো আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয়নি; বরং মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরাই গোপনে তাকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন। মো. ওয়াসিম আহমেদ মুকছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য বলে জানা গেছে।
পুলিশের দাবি, কোনো বাহিনী তাকে আটক করেনি। দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে পরিবারের সিদ্ধান্তেই গোপনে তাকে নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি নিরাময় কেন্দ্র থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে কদমতলীর রাজাবাড়ী আলী বহর এলাকার বাসা থেকে ৫ থেকে ৬ জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওয়াসিমকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তার স্ত্রী শারমিন আক্তার টুম্পা। ওই দিনই তিনি কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জিডি হওয়ার পরপরই কদমতলী থানা পুলিশ তদন্তে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয় যে, ওয়াসিম কোনো বাহিনীর হেফাজতে নেই, বরং তিনি একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অবস্থান করছেন।
তদন্তে পুলিশ আরও জানায়, ওয়াসিম ও তার স্ত্রী পরিবার থেকে আলাদা একটি ভাড়া বাসায় থাকতেন। ওয়াসিমের দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে পরিবারে চরম অস্থিরতা তৈরি হয়। পরিবারের সম্মতিতে তার ছোট ভাই রাকিব স্ত্রীর অগোচরে ভোরবেলায় তাকে নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ভোরের সময় মাদকাসক্ত রোগীদের সেখানে নেওয়া তুলনামূলক সহজ হওয়ায় ওই সময়টি বেছে নেওয়া হয়। তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারের পর মঙ্গলবার বিকেলে পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে এবং স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াসিমকে তার স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, এর আগে মঙ্গলবার ৬ জানুয়ারি নিখোঁজ ওয়াসিমের সন্ধান দাবিতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তার পরিবার। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ঢাকা মহানগরী দক্ষিণের সদস্যসচিব এস এম শাহরিয়ার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এনসিপির সক্রিয় সদস্য ওয়াসিম আহমেদ মুকছানকে ৪ জানুয়ারি আনুমানিক ভোর ৪টার দিকে বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে ওয়াসিমের স্ত্রী শারমিন আক্তার টুম্পার বরাত দিয়ে জানান, অপহরণকারীরা কোনো পরিচয়পত্র দেখায়নি এবং জোরপূর্বক ঘরে প্রবেশ করে। এ সময় তাদের কয়েকজন সহযোগী বাইরে অবস্থান করছিল। তারা কালো রঙের একটি মাইক্রোবাস ব্যবহার করে এবং কেউই ইউনিফর্ম পরা ছিল না, সবাই ছিল সাধারণ পোশাকে।