
রাজধানীর গুলশানে এক ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের অভিযোগে তিন অপ্রাপ্তবয়স্কসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নদ্দা এলাকার মোড়েল বাজারে, মারকাজুত তা’লীম আল ইসলামী মাদরাসার সামনে ওই নারীকে নির্যাতন করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ভিডিও নজরে আসার পর পুলিশ স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়।
ওসি রাকিবুল হাসান বলেন, “এই ঘটনায় কেউ মামলা করেনি, তবু আমরা নিজের উদ্যোগে ব্যবস্থা নিয়েছি। আটক পাঁচজনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক।”
পুলিশ জানায়, আটকরা সবাই ওই মাদরাসার শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ওই নারী সকালে মাদরাসায় প্রবেশ করেন। পরে অভিযুক্তরা তাকে চুরির অভিযোগে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতন চালায়।
আটকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।