
রাজধানীর রাস্তায় আজও নেমেছেন মোবাইল ব্যবসায়ীদের একটি অংশ, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) স্থগিতকরণ, মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের মুক্তির দাবিতে।
বুধবার (৭ জানুয়ারি) তারা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন।
এর আগে, গত রোববার (৪ জানুয়ারি) সকাল থেকেই এনইআইআর চালুর বিরোধিতা ও আটক ব্যবসায়ীদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে আন্দোলন শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তারা কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, পরিবারের সদস্যদের সঙ্গে অংশগ্রহণ করে ব্যবসায়ীরা তাদের দাবি জানাতে থাকেন।
অবস্থাপনা উত্তপ্ত হয়ে গেলে আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। এরপরও ব্যবসায়ীরা কারওয়ান বাজারের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে পুনরায় আন্দোলন শুরু করলে সংঘর্ষ দফায় দফায় ঘটে।
বিকেলে মোতালেব প্লাজায় পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ীরা বলেন, "এনইআইআর সিস্টেম পুনর্বিবেচনা করা হোক। না হলে ২৫ লাখ ব্যবসায়ী বেকার হয়ে যাবে।" এছাড়া তারা অভিযোগ করেন, ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ব্যবসায়ীরা সতর্কও করেন, যদি তাদের হয়রানি করা হয়, আন্দোলন আরও বেগবান হবে।
গত কয়েকদিন ধরে এনইআইআর স্থগিতকরণ, ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং অন্যান্য দাবিতে মোবাইল ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।