জকসু নির্বাচনের জন্য ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন


জকসু নির্বাচনের জন্য ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ সম্পাদনের জন্য "জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫" এর ১৫(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে উল্লেখিত সদস্যদের সমন্বয়ে 'নির্বাচন কমিশন' গঠন করা হয়েছে। জৈষ্ঠ্যের ভিত্তিতে এ নির্বাচন কমিশন গঠিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জকসু নির্বাচনের কমিশনারগণ হলেন:
১. অধ্যাপক ড. মোস্তফা হাসান, চেয়ারম্যান, সমাজকর্ম বিভাগ, জবি (প্রধান নির্বাচন কমিশনার)
২. অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, চেয়ারম্যান, আইন বিভাগ, জবি
৩. অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, পদার্থবিজ্ঞান বিভাগ, জবি
৪. অধ্যাপক ড. মোঃ জুলফিকার মাহমুদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জবি
৫. ড. মোঃ আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জবি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×