এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে, সংবাদটি শতভাগ মিথ্যা: রাশেদ খাঁন


এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে, সংবাদটি শতভাগ মিথ্যা: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতৃত্বে তার দল জোট গঠন করছে এমন সংবাদকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি পরিষ্কার করে জানিয়েছেন, এনসিপির পক্ষ থেকে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব পাওয়া গেলেও সে বিষয়ে আলোচনা এখনো চূড়ান্ত হয়নি।

বুধবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, “এনসিপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ জোট করবে; এ খবর শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, এনসিপির সঙ্গে সম্ভাব্য একীভূত হওয়া নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর ওই দলের কিছু নেতার বক্তব্য ছিল “অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক।” এমন পরিস্থিতিতে পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খানের ভাষায়, “কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোনো পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে, বিয়ে দিলাম আর ভেঙে গেল।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×