রাষ্ট্রপতির অনুমোদনে বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা পাস
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশঃ ০১:০৩ এম, ২৮ অক্টোবর ২০২৫
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে চূড়ান্তভাবে পাস হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন করেছেন। আমরা শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম ৩১ অক্টোবরের মধ্যেই আমাদের নীতিমালা পাস হবে। আলহামদুলিল্লাহ সেটি নির্ধারিত সময়ের আগেই পাস হয়েছে। আমরা এখন সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চাই।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “কাজ করে ঢাকা থেকে আসলাম। শিক্ষার্থীদের বলছি ৩১ অক্টোবরের মধ্যে আইন পাস হবে। তাদের কথা রাখতে পেরেছি। শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত।”
উল্লেখ্য, গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে আটজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। তাদের অনশন ভাঙানোর সময় উপাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৩১ অক্টোবরের মধ্যে ছাত্র সংসদ আইনে যুক্ত করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই নীতিমালা অনুমোদন পেল।