রাষ্ট্রপতির অনুমোদনে জকসু নীতিমালা পাস, শিগগিরই নির্বাচন
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০১:০৮ এম, ২৮ অক্টোবর ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলাম।
তিনি বলেন, “রাষ্ট্রপতি মহোদয় জকসু নীতিমালায় সই করেছেন। শিগগিরই এ নীতিমালা আমরা হাতে পাবো। এখন নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণা করা হবে। আমরা আশাবাদী, নির্ধারিত সময়েই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে জকসু নীতিমালার সংশোধনী সম্পন্ন করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। এর আগে, ৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা হাসান। সদস্যসচিব হিসেবে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান। অন্য সদস্যরা হলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. জুলফিকার মাহমুদ।
দীর্ঘদিন ধরে জকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। সংবিধি অনুমোদনের মাধ্যমে শিক্ষার্থীরা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এর আগে, ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসুর রোডম্যাপ প্রকাশ করে, যা আইন পাস হওয়ার পর বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। ওই রোডম্যাপ অনুযায়ী আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।