চাকসু নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির প্যানেলকে জরিমানা


আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির প্যানেলকে জরিমানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার, ১৪ অক্টোবর বিকেলে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশনের সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে ছাত্রদল-সমর্থিত প্যানেলসহ আরও কয়েকটি প্যানেল লিখিত অভিযোগ জমা দেয়। তাদের দাবি, ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ রাতের বেলা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছে, যা স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন।

অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে ডেকে শুনানি করে কমিশন। শুনানি শেষে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশনার অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছিল। আমরা উভয় পক্ষকে ডেকে আলোচনা করেছি। আলোচনার ভিত্তিতে বিষয়টির সুরাহা করা হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

ঘটনার বিষয়ে জানতে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মো. ইব্রাহীমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী জানান, “আচরণবিধি মনিটরিং সেল শিবির সমর্থিত প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। পরে আমরা সেলের কাছ থেকেই বিষয়টি জানতে পেরেছি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×