রাকসু নির্বাচন ১৬ অক্টোবর


রাকসু নির্বাচন ১৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নতুন তারিখ অনুযায়ী আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূর্বে এই নির্বাচন ২৫ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় নির্ধারিত ২৫ সেপ্টেম্বরের নির্বাচনের আগে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, বর্তমান পরিস্থিতি রাকসু নির্বাচনের জন্য অনুকূল নয়।

রাবি প্রশাসন পরিস্থিতির পেছনে দুটি প্রধান কারণ তুলে ধরেছে। প্রথমত, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলমান রয়েছে। দ্বিতীয়ত, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় নির্বাচন যাতে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই কমিশন পূর্বনির্ধারিত ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×