শিক্ষা সিন্ডিকেটের প্রতিবাদে সড়ক অবরোধে বাঙলা কলেজ শিক্ষার্থীরা


শিক্ষা সিন্ডিকেটের প্রতিবাদে সড়ক অবরোধে বাঙলা কলেজ শিক্ষার্থীরা

রাজধানীর বাঙলা কলেজে শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তারা টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একইসঙ্গে ক্লাস ও পরীক্ষা কার্যক্রমও বর্জন করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজে সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহল আধিপত্য বিস্তার করছে। এর প্রতিবাদে তারা সমবেত হয়ে স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে “ক্যাডার না সেন্ট্রাল” স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বাঙলা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×