চাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ১১৬২ প্রার্থী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:০৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১,১৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন ৫২৮ জন, আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীর সংখ্যা ৬৩৪ জন।
তবে এখনো স্পষ্ট নয় সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঠিক কতজন প্রার্থী মনোনয়ন তুলেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কে এম আরিফুল হক সিদ্দিকী।
এর আগে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল বুধবার (১৭ সেপ্টেম্বর), আর জমা দেওয়ার সর্বশেষ দিন নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)।
তিনি বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সবার সুবিধার কথা মাথায় রেখেই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এরপর আর কোনো সময় পরিবর্তন করা হবে না।”
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, আর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।
নির্বাচনের দিন ধার্য হয়েছে আগামী ১২ অক্টোবর। সেদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।