চাকসু নির্বাচন

মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ল একদিন


মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ল একদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে সময়সীমা বৃদ্ধির আবেদন করে চবি শাখা ছাত্রদল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং জমা দেওয়া যাবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে।

বুধবার সকাল ১১টার দিকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নের সময়সীমা বৃদ্ধির দাবি জানায় ছাত্রদলের একটি প্রতিনিধি দল। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দেয়।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “সংঘর্ষে আহতসহ অনেক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন দিয়েছি।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জরুরি সভা করেছি। সভার সিদ্ধান্ত অনুযায়ী চাকসুর নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের সময় একদিন বৃদ্ধি করেছি। অর্থাৎ বুধবার বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিতে পারবে এবং বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে।”

লিখিত আবেদনে ছাত্রদল জানায়, গত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীর হামলায় অনেক শিক্ষার্থী আহত হন এবং এখনো গ্রামের বাড়িতে অবস্থান করছেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলায় অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেননি। আবেদনপত্রে সময়সীমা আরও দুই দিন বাড়ানোর অনুরোধ জানানো হয়, যাতে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়।

উল্লেখ্য, গত ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বুধবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×