ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন


ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সমাপ্ত নির্বাচনে ভোট গণনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুনরায় ম্যানুয়াল পদ্ধতিতে গণনার দাবি জানিয়েছেন সহ-সভাপতি (ভিপি) পদে পরাজিত স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা।

সোমবার, ১৫ সেপ্টেম্বর, উমামা ফাতেমা এবং একই প্যানেলের সদস্য প্রার্থী নওরীন সুলতানা তমা যৌথভাবে একটি লিখিত আবেদন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।

আবেদনে উমামা উল্লেখ করেন, “আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।”

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে উমামা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। ফলাফল ঘোষণার পরপরই তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এই নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), যিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। একই প্যানেলের এস এম ফরহাদ সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন, আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হন মো. মহিউদ্দীন খান।

চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৩টি পদেই জয়ী হয়েছে, যার মধ্যে রয়েছে ভিপি, জিএস এবং এজিএস পদের মত গুরুত্বপূর্ণ পদগুলোও।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×