ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে বরখাস্ত হলেন ব্র্যাক গবেষক
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত চার নেত্রীকে নিয়ে করা অবমাননাকর মন্তব্যের জেরে চাকরি হারিয়েছেন ব্র্যাকের এক গবেষক।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর গবেষক রাকিবুল মবিন ফেসবুকে ওই চার ছাত্রীর ছবি শেয়ার করে হাউস স্লেভস (House Slaves) - বাংলা অর্থে ‘গৃহদাসী’ বলে মন্তব্য করেন। পোস্টটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা গেছে, ফেসবুক পোস্টে প্রশংসাসূচক বক্তব্য দিয়েছিলেন একজন ব্যবহারকারী তাশফিকুর রব। তিনি ডাকসুতে নির্বাচিত হওয়া চারজন ছাত্রীর কথা উল্লেখ করেন, যাদের মধ্যে তিনজন ছিলেন হিজাব পরিহিত। সেই পোস্টটিই শেয়ার করে বিতর্কিত মন্তব্য করেন রাকিবুল মবিন।
পোস্টের পরপরই মবিন সমালোচনার মুখে পড়ে প্রথমে সেটি মুছে ফেলেন, নিজের প্রোফাইল থেকে ব্র্যাকের নাম গোপন করেন এবং পরে ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করে দেন।
ডাকসুর একাধিক নেতা বিষয়টি ব্র্যাক কর্তৃপক্ষকে ই-মেইলে জানালে, বিআইজিডি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর, প্রতিষ্ঠানটি রাকিবুল মবিনের সঙ্গে কর্মসম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়।
সোমবার (তারিখ উল্লেখ নেই) বিআইজিডির এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়, “পোস্টটি তার ব্যক্তিগত মত হলেও এটি কোনোভাবেই বিআইজিডির মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না। যথাযথ পদক্ষেপ অনুসরণ করে এবং নৈতিক ও পেশাদারী অবস্থান সমুন্নত রাখতে জড়িত ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবসান টানা হয়েছে।”
রাকিবুল মবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।