ডাকসু নির্বাচন

রোকেয়া হলের সেই একমাত্র ভোটদাতাকে বিয়ে করতে চান এক ভোট পাওয়া রাকিবুল


রোকেয়া হলের সেই একমাত্র ভোটদাতাকে বিয়ে করতে চান এক ভোট পাওয়া রাকিবুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থী ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র রাকিবুল হাসান। নির্বাচনে তার কপালে একমাত্র মাত্র ১টি ভোট এসেছে।

রাকিবুল জানিয়েছেন, নিজেই নিজের ভোট দেননি, বরং তিনি তার ভোট অন্য একজন ভিপি প্রার্থীকে দিয়েছেন।

একমাত্র ভোটটি এসেছে রোকেয়া হল থেকে, আর সেই ভোটারকে খুঁজতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রাকিবুল। তিনি সেখানে লিখেছেন, যদি ওই ভোটারকে খুঁজে পান, তাকে বিয়ে করার ইচ্ছা রয়েছে। তবে এখনও পর্যন্ত তার সন্ধান মেলেনি।

এ ছাড়াও, ভিপি পদে আরও দুই প্রার্থী মাত্র ১টি করে ভোট পেয়েছেন। তারা হলেন মো. সুজন হোসেন ও রাসেল হক। এছাড়া, মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ প্রত্যেকে ২টি ভোট পেয়েছেন।

রাকিবুল এক গণমাধ্যমকে জানান, দীর্ঘদিনের ইচ্ছে ছিল ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার, আর এবার সেই সুযোগ পেয়ে তার জন্য ভোটে অংশগ্রহণটাই বড় অর্জন।

তিনি বলেন, “ভিপি পদে প্রার্থী হওয়ার মূল উদ্দেশ্য ছিল সবার কাছে পরিচিতি পাওয়া। নিজের ভোট নষ্ট না হয়ে পছন্দের প্রার্থীকে দেওয়া আমার ইচ্ছা ছিল।”

রাকিবুলের এক ভোটের গল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। সে নির্বাচনে অংশ নেওয়া মাত্র ১ ভোট পাওয়া প্রার্থীদের মধ্যে অন্যতম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×