জাকসু নির্বাচনে স্বামী-স্ত্রীর বাজিমাত, ২জনই বিজয়ী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:৩৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫
 
                                জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা। তারা দু’জনই একই প্যানেল থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
ঘোষিত ফলাফলের অনুযায়ী, নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে ২৫৬৬ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে কার্যকরী সদস্য পদে ১৭৪৬ ভোট পেয়ে জয়ী হন হাফেজ তারিকুল ইসলাম।
হাফেজ তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী, এবং নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তরিকুল ইসলাম বর্তমানে জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, আর নিগার সুলতানা কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে কর্মরত রয়েছেন।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    