রাকসু নির্বাচন

ভিপি পদের মনোনয়ন প্রত্যাহার করলেন রাবি ছাত্রদল নেতা


ভিপি পদের মনোনয়ন প্রত্যাহার করলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

মিঠু বলেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত প্যানেলকে পূর্ণ সমর্থন জানিয়ে স্বতন্ত্র ভিপি পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। তবে, সিনেটে (স্বতন্ত্র) ছাত্র প্রতিনিধি হিসেবে আমার প্রার্থীতা থাকবে।"

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মিঠু জানান, ছাত্রদলের প্যানেলে জায়গা না পাওয়ার পেছনে কোনো চাপ ছিল না। তিনি বলেন, "আমি ছাত্রদলের একটি সাংগঠনিক দায়িত্বে রয়েছি। ছাত্রদল মনে করেছে আমি সাংগঠনিক দায়িত্ব পালন করবো, তাই আমাকে প্যানেলে রাখেনি। তবে, কোনো চাপের কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করিনি।"

উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান রাকসু নির্বাচনের জন্য সংগঠনটির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। ওই ঘোষিত তালিকায় নিজের নাম না থাকায় মিঠু পরবর্তীতে স্বতন্ত্রভাবে ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×