অবশেষে শুরু হলো জাকসু নির্বাচনের ফল ঘোষণা


অবশেষে শুরু হলো জাকসু নির্বাচনের ফল ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাত সোয়া ১০টায় গণনা শুরু হলেও পুরো প্রক্রিয়া ম্যানুয়ালি সম্পন্ন করায় ফল প্রকাশে বিলম্ব ঘটে।

বহুল আলোচিত এ নির্বাচন বর্জন করেছে ছাত্রদলসহ চারটি প্যানেল এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী। তাদের অভিযোগ, নির্বাচনে সমান সুযোগ ছিল না এবং নানা অনিয়ম হয়েছে। এমনকি একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক এসব অভিযোগের ভিত্তিতে দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

নির্বাচনে কেন্দ্রীয় ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। প্রায় ৬৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×