জাকসু নির্বাচন

ভোট গুনতে ৪০ ঘণ্টা, আরেক নির্বাচন কমিশনারের পদত্যাগ


ভোট গুনতে ৪০ ঘণ্টা, আরেক নির্বাচন কমিশনারের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে ভোটগ্রহণের প্রায় ৪০ ঘণ্টা পর। শনিবার দুপুরে নির্বাচন কমিশন গণনা কার্যক্রমের সর্বশেষ তথ্য জানায়।

এদিকে, নির্বাচন কমিশনের সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা কমিশন থেকে পদত্যাগ করেছেন। তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান ভবনের নৃবিজ্ঞান বিভাগ থেকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার দুপুর ২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে, শুক্রবার রাতে কমিশন থেকে সরে দাঁড়ান অধ্যাপক মাফরুহী সাত্তার।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে জাকসুর ভোটগ্রহণ চলে। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ওএমআর মেশিনের পরিবর্তে ভোট নেওয়া হয় হাতে-কলমে, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে। তবে নির্বাচন চলাকালেই ছাত্রদলসহ কয়েকটি প্যানেল ভোটে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয়।

ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন রাত ১০টায় গণনা শুরু করে। প্রথমে হল সংসদের ভোট গণনা হয়, পরে কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হয়। তবে শুক্রবার সকালে নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্বে থাকা শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে সাময়িকভাবে ভোট গণনা স্থগিত রাখা হয়। তাঁর মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

ভোট গণনা শেষ হতে লেগেছে মোট ৪০ ঘণ্টারও বেশি সময়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "সব হলের ভোট গণনা শেষ হয়েছে। সর্বশেষ আমার হলের ভোট গণনা বাকি ছিল, সেটাও শেষ হয়েছে।"

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি হলের ভোট আলাদাভাবে গণনা শেষে এখন তা একত্র করে চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে।

এর আগে বিভিন্ন সময়ে ভোট গণনা ও ফল প্রকাশের সময়সীমা নিয়ে একাধিকবার ভিন্ন ভিন্ন সময় জানানো হয়। বৃহস্পতিবার রাতেই ফল প্রকাশের কথা থাকলেও তা সম্ভব হয়নি। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার রাতে জানান, "জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।"

কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলমও শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে ফল প্রকাশের সম্ভাবনার কথা জানান।

শেষ পর্যন্ত শনিবার দুপুরে কমিশনের আরেক সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান বলেন, "শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণা করা সম্ভব হবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×