জাকসুর ভোট গণনা শেষ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:১৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫
 
                                জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১টি হলের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।
এর আগে, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। ভোট শেষে রাত সোয়া ১০টা থেকে গণনা শুরু হয়, যা কয়েক দিন ধরে অব্যাহত রয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জাকসুর মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩। এর মধ্যে ছাত্রদের হলে ভোটার সংখ্যা ছিল—আল বেরুনী হলে ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।
অন্যদিকে ছাত্রীদের হলে ভোটার সংখ্যা ছিল—নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে লড়েছেন ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রার্থী। ছাত্রীদের ১০টি আবাসিক হলে মোট ১৫০টি পদ থাকলেও ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। আবার ৬৭টি পদে একজন করে প্রার্থী থাকায় সেখানে ভোট হয়নি, কেবলমাত্র ২৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    