ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা কবে দায়িত্ব নেবেন, জানা গেল


ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা কবে দায়িত্ব নেবেন, জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব গ্রহণ আগামী রোববার বা সোমবার (১৪ অথবা ১৫ সেপ্টেম্বর) হতে পারে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

তিনি জানান, নির্বাচিতদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানোসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তার ভাষায়, “রোববার অথবা সোমবার ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারেন। আজই তারিখ চূড়ান্ত করা হতে পারে।”

শপথ অনুষ্ঠান প্রসঙ্গে প্রক্টর বলেন, “শপথের ব্যাপারটি আইনে স্পষ্টভাবে নেই, তবে রেওয়াজ হিসেবে প্রচলিত আছে। উপাচার্য এবং ডাকসুর নেতারা আলোচনার মাধ্যমে সেটি ঠিক করবেন। রেওয়াজটা কী, সেটিও খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এবারের ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে এসএম ফরহাদ এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দীন খান।

এছাড়া ঘোষিত ফলাফলে দেখা যায়, প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদে চারটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, আর একটি পদে বিজয়ী হয়েছেন বামপন্থি ছাত্রসংগঠন প্রতিরোধ পর্ষদের প্রার্থী।

জানা গেছে, উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এক পরিচিতি সভার আয়োজন করবেন। রোববার অথবা সোমবার অনুষ্ঠিত সেই সভার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের ডাকসুর নতুন কমিটির কার্যক্রম শুরু হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×