ডাকসু নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ তুলেছেন ফরহাদ


ডাকসু নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ তুলেছেন ফরহাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ তুলেছেন জিএস প্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এই অভিযোগ জানান।

পোস্টে ফরহাদ ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসার একটি পোস্ট উদ্ধৃত করেন এবং জানান, শুরু থেকেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বারবার সিসিটিভি ফুটেজ চাইলেও সেটি প্রদান করা হয়নি। বরং, হাফসার দাবি অনুযায়ী, দলের নাটক ব্যর্থ হওয়ায় দলীয় শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ গায়েব করে দেয়া হয়েছে।

হাফসা তার পোস্টে বলেন, "ব্যালট পেপারে আগে থেকেই সাদিক কায়েম আর ফরহাদ ভাইয়ের ব্যালট দাগানোর ব্যাপারে যারা ছড়াচ্ছেন, তাদের আমি চিনিই। যখন আপনি ১ নম্বর টেবিলে ভোট দিচ্ছিলেন, তখন কিছুক্ষণ পরেই আমি ৩ নম্বর টেবিলে ভোট দিয়েছি। আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসব প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন।"

তিনি আরও বলেন, "এক মুহূর্তের জন্য আমিও হতবাক ছিলাম যে এটা সত্যি কি না, তাই প্রমাণ ছাড়া কিছুই প্রমোট করিনি। কিন্তু যদি রোকেয়া হলের ৪ হাজার ভোটের ওপর এই ঘটনাটি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমি নিজেই এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×