টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ


টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে প্রকাশ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিনেট ভবনে ডাকসু নির্বাচন সংক্রান্ত মিটিং চলাকালীন সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করেন। সভা শুরুর আগে গণেশ চন্দ্র সাহস উপাচার্যের প্রতি উচ্চবাচ্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখান।

ভিডিওতে দেখা যায়, শিক্ষকদের উপস্থিতিতে ক্ষুব্ধ ভঙ্গিতে উপাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ‘আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?’ এ সময় টেবিল চাপড়ে তিনি উপাচার্যকে ধমক দেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে শান্ত করতে চেষ্টা করেন। উপাচার্য গণেশকে উদ্দেশ্য করে বলেন, “আপনি চুপচাপ বসে যান।”

এরপরও গণেশ উপাচার্যের সামনেই প্রশাসনকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকলে সভাকক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রদল অভিযোগ করে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বহিরাগত জামায়াত-শিবিরের নেতাকর্মী উপস্থিত হয়েছে। উপাচার্য ‘ব্যবস্থা নেওয়া হয়েছে’ জানালেও তারা সন্তুষ্ট হননি।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক ও পদার্থবিজ্ঞান সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ আরও কয়েকজন শিক্ষক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে শিষ্টাচারবহির্ভূত ও নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

ফেইসবুকে এক ব্যবহারকারী লিখেছেন, “উপাচার্য স্যারের সঙ্গে গণেশ চন্দ্র রায় সাহসের আচরণ রীতিমতো বেয়াদবি। মিডিয়ার সামনে একজন শিক্ষককে ধমকানো ও টেবিল চাপড়ানো লজ্জাজনক।”
অন্য একজন লিখেছেন, “ওদের মতো নেতাদের জন্যই আজকে এই অবস্থা।” আর একজন মন্তব্য করেছেন, “একজন ভিসির সঙ্গে কীভাবে কথা বলতে হয়, এখনো শিক্ষা নেয়নি তারা।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×