ডাকসুর ভোটগ্রহণ শেষ


ডাকসুর ভোটগ্রহণ শেষ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ক্যাম্পাসের মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়।

এর আগে ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছিল, বিকেল ৪টার মধ্যে কেউ যদি কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়ায়, তবে সময়ের সীমা না মেনে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। তবে শেষ মুহূর্তে বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের লাইন খুব একটা চোখে পড়েনি।

রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানান, রাত ১১টা থেকে সর্বোচ্চ ১২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। তার ভাষায়, “৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে।”

এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন এবং ৫টি ছাত্রী হলে ভোটার রয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন।

ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে ৬২ জন ছাত্রী। অন্যদিকে, ১৮টি হল সংসদের প্রতিটিতে ১৩টি করে পদ থাকায় মোট ২৩৪ পদে লড়ছেন এক হাজার ৩৫ জন প্রার্থী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×