নারী হেনস্তার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০৪:৪৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নারী প্রার্থীকে হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
বুধবার (৩ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা নারী প্রার্থীদের প্রতি হেনস্তা, সাইবার বুলিং ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দেন।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এক নারী প্রার্থী শিবির নেতাদের বিরুদ্ধে রিট আবেদন করলে তাঁকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে শিবির নেতাকর্মীদের মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার হামলার নিন্দা জানানো হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। কিন্তু বারবার নারী প্রার্থীরা হেনস্তার শিকার হচ্ছেন, যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
কর্মসূচিতে ‘এই বাংলায় হবে না ধর্ষকের ঠিকানা’ স্লোগানে মুখর হয়ে ওঠেন ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা বলেন, নারী প্রার্থীদের হয়রানি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।