আন্দোলনরত ববি শিক্ষার্থীদের গায়ে নৌবাহিনীর হাত, ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ


আন্দোলনরত ববি শিক্ষার্থীদের গায়ে নৌবাহিনীর হাত, ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।অবরোধের কারনে বাংলাদেশ নৌবাহিনীর তিনটি গাড়ি আটকা পড়লে নৌবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর হাত তোলার অভিযোগ উঠে।

উত্তেজনার মধ্যে এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্য থেকে কতিপয় শিক্ষার্থীদের নৌবাহিনীর বাস কে লক্ষ্য করে জুতা এবং ঢিল নিক্ষেপ করতে দেখা যায়, ফলাফল স্বরূপ নৌবাহিনীর একটা বাসের জানালার গ্লাস ভেঙে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান,সড়ক অবরোধের কারণে নৌবাহিনীর তিনটি গাড়ি আটকা পড়লে তারা ভুল পাশ দিয়ে সামনে আগানোর চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দেয়।পরবর্তীতে বাকবিতন্ডায় জড়ান আন্দোলনরত শিক্ষার্থী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।বাকবিতন্ডার এক পর্যায়ে নৌবাহিনীর পক্ষ থেকে গায়ে হাত তোলা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি।

এক শিক্ষার্থীর বুকে বন্দুক তাক করারও অভিযোগ ওঠে নৌবাহিনীর বিরুদ্ধে।  পরবর্তীতে নৌবাহিনীর তিনটি গাড়ি আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নৌবাহিনীর হামলার স্বীকার ববি শিক্ষার্থী মোশারফ বলেন,আমরা জন দূর্ভোগ চাই না তবে আজকের আমাদের শান্তিপূর্ণ আন্দোলন যারা অশান্ত করেছে তাদের বিচার না হওয়া অবধি আমরা আন্দোলন থামাবো না।

তবে এ বিষয়  পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে  ভুল স্বীকার করা হয় এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে সাংবাদিকদের জানানো হয় এবং পরবর্তীতে শাস্তি নিশ্চিতের শর্তে শিক্ষার্থীরা নৌবাহিনীর আটককৃত বাস ছেড়ে দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×