বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ


বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন। এই পদক্ষেপটি তারা ইউজিসি ও শিক্ষামন্ত্রনালয়ের কাছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও কোনো সাড়া না পাওয়ায় নিয়েছেন। আন্দোলনকারীরা তাদের তিন দফা দাবির প্রতি সরকারি ও ইউজিসির উদাসীনতাকে লক্ষ্য করে এই কঠোর কর্মসূচি পালন করছেন।

অবরোধকালে শিক্ষার্থীরা জানান, আমরা আমাদের যৌক্তিক তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছি। কিন্তু ইউজিসি ও শিক্ষামন্ত্রনালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতি কোনো ভ্রূক্ষেপ দেখাচ্ছে না। গতকাল আমরা প্রতীকী মহাসড়ক অবরোধ করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু কোনো যোগাযোগ না আসায় আজ পুরো রাস্তা অবরোধে নামতে বাধ্য হয়েছি।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী নাদিম আলমাস বলেন, আজ আন্দোলনের ৭৭তম দিন। আমরা গত ২৫ দিন ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েছি। তবে ইউজিসি বা শিক্ষামন্ত্রনালয় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তাই প্রতীকী অবরোধের পরও কোনো সাড়া না পেয়ে আমরা মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।

শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, আমরা আজ রাস্তা অবরোধ করেছি কারণ আমাদের তিনটি দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন সফল হবে না। দেশের বাস্তবতায় দেখা যায়, রাস্তার কর্মসূচি ছাড়া উপরের মহলের কাছে আমাদের দাবি পৌঁছায় না। আমরা চাই, ইউজিসি আমাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করুক।

প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধে থাকার ফলে দুই পাশেই দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। অনেককে পায়ে হেঁটে বা বিকল্প পথে গন্তব্যে যেতে দেখা গেছে।

শিক্ষার্থীদের আন্দোলনের তিনটি প্রধান দাবি হলো:
১. অবকাঠামোগত উন্নয়ন
২. জমি অধিগ্রহণ
৩. পরিবহন সংকট নিরসন

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×