বিয়ের আশ্বাসে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ছাত্রীর অভিযোগে বরখাস্ত শিক্ষক
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৪৪ পিএম, ২৮ জুলাই ২০২৫

বিয়ের প্রতিশ্রুতিতে গড়ে ওঠা সম্পর্ক শেষে ছাত্রী কর্তৃক যৌন হয়রানির অভিযোগ—শেষ পর্যন্ত শিক্ষকতা জীবন হারালেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক সহকারী অধ্যাপক।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। শনিবার, ২৬ জুলাই অনুষ্ঠিত ৭৩তম রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সোমবার (২৮ জুলাই) বিষয়টি গণমাধ্যমে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাজকর্ম বিভাগের এক স্নাতকোত্তর ছাত্রীর সঙ্গে সুব্রত কুমার বিশ্বাসের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। তবে পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে, ছাত্রীটি গত বছরের ২২ সেপ্টেম্বর বিভাগের চেয়ারম্যানের কাছে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।
পরদিন, ২৩ সেপ্টেম্বর, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এই অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৯ অক্টোবর এক চিঠিতে রেজিস্ট্রারের কাছে সুপারিশ করে সুব্রতকে তার সব একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য।
এরপর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল অভিযোগটি নিয়ে গভীরতর তদন্ত চালায় এবং তা সত্য বলে প্রমাণিত হয়। পরবর্তীতে তারা ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী নীতিমালা-২০০৮’ অনুযায়ী সুব্রত কুমার বিশ্বাসকে স্থায়ীভাবে বরখাস্ত করার সুপারিশ করে।
ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে চাইলে সুব্রত কুমার বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বলেন, "রিজেন্ট বোর্ডে এক শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বহিষ্কারের যে সিদ্ধান্ত হয়েছে, সেটা আইন অনুযায়ী হয়েছে।"