উত্তরায় যুদ্ধবিমানের দুর্ঘটনায় শোক জানাল ঢাবি সাদা দল


উত্তরায় যুদ্ধবিমানের দুর্ঘটনায় শোক জানাল ঢাবি সাদা দল

রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও বিপুল সংখ্যক আহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘সাদা দল’।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত হন এবং প্রায় দেড় শতাধিক আহত হন। এই দুঃখজনক ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) এক যৌথ শোকবার্তা প্রকাশ করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার।

তারা শোকবার্তায় বলেন, "রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনার্ত। এই দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানির ঘটনায় সারা জাতি আজ শোকে মুহ্যমান। মর্মান্তিক এ ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতের মর্যাদা ও জান্নাতুল ফিরদৌস দান করেন। পাশাপাশি শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করুন।"

ঢাবির এই শিক্ষক সংগঠনের নেতারা হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। সেই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×