শপিং ব্যাগে দা নিয়ে সনদ তুলতে এসে চবির শিক্ষার্থী আটক


শপিং ব্যাগে দা নিয়ে সনদ তুলতে এসে চবির শিক্ষার্থী আটক

ভর্তির সময় জমা রাখা সনদ তুলতে নিজের বিভাগে এসে দাসহ আটক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।

সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মার্কেটিং বিভাগের সভাপতির কক্ষের সামনে থেকে হৃদয় নাথ নামের ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আটক করে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

হৃদয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী। আটকের পর তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক বজলুর রহমান বলেন, ‘ওই শিক্ষার্থী মার্কেটিং বিভাগের প্রথম বর্ষে ভর্তির পর অন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছিলেন। শিক্ষাজীবনে তার বিরতিও (ড্রপ) আছে।’

‘সোমবার সে এইচএসসির সনদ তোলার জন্য বিভাগের অফিস কক্ষে যায় এবং সেখানকার কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে। এ সময় শিক্ষকরা তাকে বোঝানোর চেষ্টা করেও নিবৃত্ত করতে পারেনি। বিভাগের সভাপতির কক্ষের বাইরে সে একটি শপিং ব্যাগ নিয়ে অপেক্ষা করছিল যাতে একটি দা ছিল।’

তিনি বলেন, ‘বিষয়টি বুঝতে পেরে আমরা নিরাপত্তা বিভাগের কর্মীদের খবর দিই এবং তাকে কৌশলে আটক করে নিরাপত্তা বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বজলুর রহমান বলেন, ‘বিভাগে তার এইচএসসির সনদ ছিল না। তারপরও সে কর্মীদের সাথে খারাপ আচরণ করে। সে বিভিন্ন সময়ে অসংলগ্ন কথা বলছিল। মনে হয়েছে মানসিক কোনো সমস্যার মধ্য দিয়ে সে যাচ্ছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×