এবার প্রকাশ্যে এলেন শাবিপ্রবির শিবির সভাপতি-সেক্রেটারি


এবার প্রকাশ্যে এলেন শাবিপ্রবির শিবির সভাপতি-সেক্রেটারি

প্রকাশ্যে এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। সভাপতির নাম তারেক মনোয়ার ও সেক্রেটারির নাম মাসুদ রানা তুহিন।

বুধবার (২৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) শাবিপ্রবির উপাচার্য এএম সরওয়ারউদ্দিন চৌধুরী বরাবর দেওয়া স্মারকলিপিতে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে ১৩টি বিষয়ে ৫২টি প্রস্তাবনা দেন শিবিরের নেতারা।

খোঁজ নিয়ে জানা যায়, তারেক মনোয়ার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। আর মাসুদ রানা তুহিন বাংলা বিভাগের একই সেশনের শিক্ষার্থী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×