
ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকার ঘোষণা করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় থাকা দক্ষিণের বিচ্ছিন্নতাবাদীদের সামরিক অবস্থান পুনর্দখলের জন্য একটি ‘শান্তিপূর্ণ অভিযান’ শুরু করেছে। তবে বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছেন, ঘোষণার সঙ্গে সঙ্গেই সাতটি সৌদি বিমান হামলা চালানো হয়।
এই পদক্ষেপের ঘোষণা দিয়েছেন হাদ্রামাউত প্রদেশের সৌদি-সমর্থিত গভর্নর। বিশ্লেষকরা বলছেন, এটি ইয়েমেনে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ডিসেম্বর মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতপার্থক্য তীব্র রূপ ধারণ করেছে, এবং তারা ইয়েমেনে এখন পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, “সৌদির অভিযান মোটেও শান্তিপূর্ণ ছিল না।”
এসটিসির এক বিবৃতিতে আমর আল বিদ বলেন, “শান্তিপূর্ণ অভিযান’ ঘোষণার মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করেছে। তারা কখনোই এই অভিযান শান্ত রাখার ইচ্ছা দেখাননি।” তিনি আরও বলেন, “কয়েক মিনিটের মধ্যেই সাতটি বিমান হামলা চালানো এই সত্যকে প্রমাণ করে।”
সৌদি আরব বিমান হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, কখনো আঞ্চলিক নিরাপত্তার দুই স্তম্ভ হিসেবে বিবেচিত হলেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের স্বার্থ এখন বিভিন্ন ক্ষেত্রে—যেমন জ্বালানি উৎপাদনের কোটা এবং ভূরাজনৈতিক প্রভাব—ক্রমশ ভিন্নমুখী হয়ে উঠছে।