
টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করে নতুন মাইলফলক গড়লেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ক্রিকেট ইতিহাসে এ ধরনের কীর্তি গড়ার মাধ্যমে তিনি দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে স্বীকৃতি পেলেন।
শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমে সিলেট টাইটান্সের বিপক্ষে খেলতে নামেন মোস্তাফিজ। ম্যাচ শুরু হওয়ার আগে তার টি-টোয়েন্টিতে মোট উইকেট সংখ্যা ছিল ৩৯৯। ম্যাচের শুরুতেই মেহেদী হাসান মিরাজকে আলিস আল ইসলামের ক্যাচে পরিণত করে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই টাইগার পেসার।
মোস্তাফিজ এই কীর্তি ৩১৪ টি-টোয়েন্টি ম্যাচে অর্জন করেন। এর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬ ম্যাচে তিনি নিয়েছেন ১৫৮ উইকেট, বাকি উইকেটগুলো এসেছে আইপিএল, বিপিএল, পিএসএল ও অন্যান্য প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচে।
বাংলাদেশি বোলারদের মধ্যে ৪০০ উইকেট স্পর্শের প্রথম কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান। বর্তমানে সাকিবের ৫০৭ উইকেট রয়েছে, যা তিনি ৪৬৮ টি ম্যাচে শিকার করেছেন। তিনি টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পাঁচ নম্বরে আছেন।
সর্বোচ্চ উইকেটের রেকর্ডে তালিকার শীর্ষে আছেন আফগান লেগ স্পিনার রশিদ খান, যিনি ৫০৭ ম্যাচে ৬৮৫ উইকেট নিয়েছেন। মোস্তাফিজ বর্তমানে ১১ নম্বরে অবস্থান করছেন। মাত্র ৩ উইকেট শিকার করলে তিনি মোহাম্মদ নবীকে পেছনে ফেলবেন এবং সেরা দশে জায়গা করে নেবেন।