
ইরানের সর্বোচ্চ নেতার অন্যতম জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি শুক্রবার সতর্ক করে বলেছেন, “মিথ্যা অজুহাতে ইরানে প্রবেশ করা যে কোনো হস্তক্ষেপকারীকে দেশে পৌঁছানোর আগেই প্রতিরোধ করা হবে এবং প্রয়োজনীয় অনুশোচনাপ্রসূত জবাব দেওয়া হবে।”
এক্স-পোস্টে শামখানি বলেন, “ইরানের জনগণ ‘উদ্ধারের’ নামে আমেরিকার হস্তক্ষেপের প্রস্তাবগুলো খুব ভালোভাবে জানে—ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে শুরু করে গাজা পর্যন্ত।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, “ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।”
এই মন্তব্যের প্রেক্ষাপটে আলী শামখানি আরও জোর দিয়ে বলেন, “ইরানের জাতীয় নিরাপত্তা একটি লাল রেখা, এটি বেপরোয়া খেলার মাঠ নয়।”
শামখানির এ সতর্কবার্তা ইরানের প্রতিরক্ষা নীতি ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।