
ইয়েমেনের হাদরামাউত প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) অনুগত বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এই বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়।
শুক্রবার (২ জানুয়ারি) এই হামলার কথা জানিয়েছে ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ কিজান।
তিনি আল জাজিরাকে বলেন, জোট বাহিনীর যুদ্ধবিমানগুলো হাদরামাউত প্রদেশে এসটিসি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।
আনাদোলু এজেন্সির একজন সংবাদদাতা জানিয়েছেন, এর আগে হাদরামাউত প্রদেশে সামরিক অবস্থান দখলের সময় বিচ্ছিন্নতাবাদীরা ইয়েমেনি সরকারি বাহিনীর পথে অতর্কিত হামলা চালায়।
এসটিসি কর্মকর্তারা বলছেন, জোটের হামলায় অজানা সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে। তাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, হাদরামাউতের আল-খাসাহ এলাকার একটি শিবিরে সাতটি বিমান হামলা চালানো হয়েছে।
আনাদোলু জানিয়েছে, এসটিসি প্রধান আইদারুস আল-জুবাইদি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে একটি সরকারি প্রতিনিধিদল বহনকারী সৌদি বিমানকে অবতরণে বাধা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই বিমান হামলা চালানো হয়।
ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের এক্স-পোস্টে বলেছেন, এসটিসি নেতৃত্বের নির্দেশে বুধবার বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছিল- যার ফলে বেসামরিক বিমান চলাচল স্থগিত করা হয় এবং সৌদি প্রতিনিধিদলকে অবতরণ করতে বাধা দেওয়া হয়।