
জাতীয় পার্টির (জাপা) ২২৪টি আসনের মনোনয়নপত্র বাতিল না করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে- এমন কর্মসূচির ঘোষণা দিয়েছে মঞ্চ-৭১।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ ঘোষণা দেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও জাতীয় পার্টির রাজনীতি এখনো বন্ধ না থাকায় তারা ক্ষুব্ধ। এ অবস্থানকে নিন্দনীয় উল্লেখ করে ফাহিম ফারুকী বলেন, ‘জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না।’
এদিকে শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচির সময় এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি জানান, আগামী দুই দিনে বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি নিয়ে আলোচনা করা হবে।
একই সঙ্গে সংগঠনটি ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার মামলার চার্জশিট দাখিলের সময়সীমা নির্ধারণ করে আলটিমেটাম দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা।