
রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে পুড়ে যাওয়া বাসটির নাম ও রুট জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ধোলাইপাড় এলাকায় বাসে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।